হোম>
প্রযুক্তি ও যন্ত্রপাতি>

ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

  ফোটন নাইফ কি?

  ফোটন নাইফ হচ্ছে সুনির্দিষ্ট রেডিও থেরাপী এবং একই সাথে বর্ত্মানে দক্ষিন-পূর্ব এশিয়ার এবং উন্নত দেশগুলোর মধ্যে সেরা ত্রিমাত্রিক রেডিওথেরাপী যা শরীরের সাথে মানিয়ে যায়। এছাড়া এটি চূড়ান্তভাবে , অপারেশন এর আগে বা পরের রেডিও থেরাপীর ক্ষেত্রেও ব্যবহার করা যায়।

  মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এ পর্যন্ত হাজারো রোগীর ক্ষেত্রে ফোটন নাইফ পদ্ধতি ব্যবহার করেছে এবং শতকরা ৯০ ভাগেরও বেশী রোগী আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনযাপন করছেন।

  চিকিৎসা পদ্ধতিঃ

  স্থিতিশীলতা নিশ্চিতকরনঃ

  “ ফোটন নাইফ” সহজে এবং নির্ভুলভাবে ত্রিমাত্রিক প্রযুক্তির সাহায্যে টিউমারকে আবদ্ধ করে ফেলে কোন ধরনের শারীরিক প্রভাব না ফেলা ছাড়াই টিউমারকে ধ্বংস করতে পারে।

  লক্ষ্য স্থিরকরনঃ

  “ ফোটন নাইফ” পদ্ধতিতে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে টিউমারের অবস্থান নিশ্চিত করা হয় এবং প্রতিফলনের মাধ্যমে ত্রিমাত্রিক ছবি তৈরি করে টিউমারের অবস্থা বা চিকিৎসা পদ্ধতি নির্বাচনে সহায়ক ভূমিকা রাখে । এটি যেকোন রেডিও থেরাপীর থেকে নির্ভুল,উন্নত,কার্যকর এবং সহজতমভাবে চিকিৎসার উপায়।

  সঠিক চিকিৎসাঃ

  সঠিক উপায়ে চিকিৎসা করানোর মাধ্যমে অতি দ্রুত টিউমার থেকে সেরে ওঠা সম্ভব।

  ফোটন নাইফের বিশেষ কার্যকারিতাঃ

ফোটন

নাইফ

১। ফুসফুসের সমস্যায় ব্যবহার সম্ভব।

২। ডায়াবেটিস এ আক্রান্ত রোগীর ক্ষেত্রে কার্যকর।

৩। যাদের ক্ষেত্রে সার্জারী সম্ভব নয়,তাদের জন্য।

৪। বয়স্ক রোগীদের জন্য,যারা সার্জারী নিতে অপারগ।

৫। পার্শ্বপ্রতিক্রিয়া থাকার সম্ভাবনা কম।

 

বনাম

প্রচলিত

পদ্ধতি

১। টিউমার সাধারণ টিস্যুর সাথে থাকায় সাধারণ ডোজ কার্যকরী হয়না।

২। রক্তপাত, তিক্ত যন্ত্রণা এবং ঝুঁকি হতে পারে।

৩। সার্জারী সম্ভব হয়না অনেক ক্ষেত্রেই।

৪। ইমপ্লান্ট এর কারণে স্বাভাবিক টিস্যুতে টিউমার ছড়াতে পারে।

৫। কেমো ঔষধের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকার সম্ভাবনা বেশি থাকে। 

 

  ক্লিনিক্যাল চিকিৎসায় প্রমানিত হয়েছে যে, নিন্মোক্ত টিউমার সারিয়ে তোলার ক্ষেত্রে এ পদ্ধতি বিশেষ কার্যকর এবং শরীরের সাথে মানানসই।

scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত