সংক্ষেপ- ইন্দোনেশীয়ার একজন ক্যান্সার আক্রান্ত রোগী যিনি মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ কর্তৃক আয়োজিত চিকিৎসা ভ্রমণ কর্মসূচীতে অংশ নিয়েছিল। তার ক্যান্সার খুব ভালোভাবে নিয়ন্ত্রনে এসেছিল এবং খুজে পেল জীবনের নতুন আশার আলো।
আমি একজন ইন্দোনেশিয়ার সুরাবায়ার সাধারন মহিলা এবং গত ২০১১ সালের জুন মাসে হঠাৎ আমার স্বামীর মল ত্যাগের সময় রক্ত ও পুঁজ বের হয়,মূত্র ত্যাগের সময় ব্যথা হয় এবং পেটের নিচে ডান দিকে ব্যাথা হয় এবং কাজকর্ম করতেও অক্ষম হয়ে পরে ৷ এ অবস্থায় স্থানীয় হাসপাতালে এম.আর.আই টেস্ট করানোর পর ডাক্তার জানালেন তিনি ক্যান্সারে আক্রান্ত এবং আক্রান্ত কোষ সারা দেহের হাড়ে ছড়িয়ে পড়েছে যার কোন চিকিৎসা নাই ৷ আমি কখনোই চিন্তা করি নাই যে আমার স্বামী যিনি সর্বদা সুস্থ সে হঠাৎ ক্যন্সারে আক্রান্ত হতে পারে ,আমাকে বলা হলো যা চিকিৎসার বাহিরে , তবে কি আমি শুধু তার মৃত্যুর প্রহর গুনবো ?
তারপর আমার ছেলের বন্ধু্র মাধ্যমে জানতে পারলাম চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ সম্পর্কে যা আমার আত্মীয়-স্বজন ছিল তার ঘোর বিরুব্ধে, কিন্তু আমি আমার স্বামীকে সুস্থ্য করার কোন সুযোগ হাত ছাড়া করতে রাজি নই । পরে ভীষন চাপের মুখে আমার ছেলেকে নিয়ে সুরাবায়াতে অবস্থিত মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে চিকিৎসা ভ্রমনের এপোয়েন্টমেন্টের জন্য যাই । শেষ আশা মনে করে এবং আমার স্বামীর বাকি দিন গুলি এই সুন্দর পৃথিবীটা দেখুক ভেবে চীনে গেলাম ।
সুরাবায়াতে অবস্থিত মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর ষ্টাফরা আমাদের যাওয়ার ভিসার আবেদন, টিকেটের ব্যাপারে সকল সহযোগিতা করল,তারা মনযোগ সহকারে আমাদের সাথে যারা এসেছিল তাদের সহ সবার চীনে যাওয়া ও আসার সময় লিখে রাখলো । এবং জানালো যে আমাদেরকে এয়ারপোর্ট থেকে নেয়ার জন্য হাসপাতাল থেকে গাড়ী পাঠাবে। পাশাপাশি তারা আমাদেরকে গুয়াংজৌ শহরের একটি বিস্তারিত ম্যাপ ও মোবাইল ফোনের সীম দিল যাতে আমরা ম্যাপ দেখে হাসপাতালে পৌছাতে পারি এবং মোবাইল ফোনে হাসপাতাল ও ইন্দোনেশিয়ায় আমাদের স্বজনদের সাথে কথা বলতে পারি যা আমাদের জন্য অনেক সুবিধাজনক এবং কিছু খরচ কমাতেও সহায়ক হবে। এই আন্তরিক সেবায় আমরা খুবই মুগ্ধ । আমরা চীনে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে যাওয়ার পর নার্সরা আমাদের জন্য আরামদায়ক একটি ওয়ার্ডের ব্যবস্থা করল এবং ডাক্তার এসে আমার স্বামীর অবস্থা বিস্তারিত জানতে চাইলো । সেই সাথে দোভাষী আমাদেরকে হসপিটালের পরিবেশ ঘুরে দেখালো এবং আমার স্বামীর রোগের পরীক্ষা ও চিকিৎসার দায়িত্ব নিতে যাচ্ছে তাই আমাদেরকে পুরা চিকিৎসার পদ্ধতি জানানো হল। এখানে ডাক্তার, নার্স এবং দোভাষী সবাই ছিল খুবই বন্ধু সুলভ এবং আমাদের আলোচনা ছিল অত্যন্ত আন্তঃরিক।
আমার স্বামীর রোগের বিভিন্ন পরীক্ষার সময় সুচী নির্ধারিত হলো এবং তারপর ডাক্তার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চিকিৎসা পব্ধতি নির্ধারন করলো । তার হাড়ের ব্যাথা উপশমের জন্য ডাক্তার বেশ কয়েক দফা রেডিওথ্যারাপী দিল । ব্যাথা উপশমের পর তাকে কম মাত্রার ইন্টারভেনশনাল থেরাপী দেওয়া হলো। ঠিক এই সময়ে এক অবাক ঘটনা ঘটলো,আমার স্বামী আগে কেবল বিছানায় শুয়ে থাকতে পারত ঐ সব চিকিৎসা নেয়ার পরে হুইল চেয়ার দিয়ে হাটতে লাগল। এতে আমরা খুব চাঞ্চল্য বোধ করলাম এবং নতুন করে আশার আলো দেখলাম। ডাক্তার এবং নার্সদের চিকিৎসার ফলে আমার স্বামীর অবস্হা ক্রমে উন্নতি হতে লাগল। এই সময়ে আমার স্বামী উপর যাতে বিরূপ প্রভাব না পরে তার উপর লক্ষ্য রেখে ডাক্তার আমাদের জন্য একটি ভ্রমন কর্মসূচী ঠিক করলো যার মধ্যে বেইজিং রোড সপিং মল রয়েছে।
আমাদের চমৎকার ভ্রমন সূচী নির্ধারনের পর মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর কর্মীরা আগেই আমাদের ভ্রমনের স্থান গুলি দেখতে গেল যাতে করে আমাদের যাওয়া- আসার জন্য কতটা উপযুক্ত,কোথায় খাবার পাওয়া যাবে,রোগীর জন্য কোন স্থান বেশী উপযুক্ত,কোথায় আমরা বিস্রাম নিতে পারব ইত্যাদি যাতে আমাদের ভ্রমনে কোন অসুবিধা না হয়।
সব কিছু ভাল ভাবে দেখে আসার পর তারা আমাদের দোভাষীকে ভ্রমনের সব কিছু বুঝিয়ে দেন যেমন ভ্রমনের স্থান,সময় ও অন্নান্য সব কিছু। যে স্টাফদের উপর আমাদের ভ্রমনের দায়িত্ব ছিল তারা সদস্য সংখ্যা অনুসারে পর্যটন বাস, দোভাষী,প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ঠিক করে রাখলো।
আন্তরিক শুভেচ্ছার সাথে শ্বাস্থ্য কর্মী এবং ক্যান্সার রোগীদের নিয়ে আমাদের যাত্রা শুরু হলো।
এত সুন্দর ও সতর্কতা মূলক ভ্রমনের আয়োজনের জন্য মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
বেইজিং রোড শপিং মলে যাওয়ার পথে দোভাষী কৌতুক শুনালো,গান শুনালো, খেলা দেখালো যা আমাদের পুরো বাস হাসি-আনন্দে ভরে উঠল। অনেক উচু দালান-কোঠা, বিল্ডিং,পার্কের সুন্দর ফুল আমাদের জানালা দিয়ে পার হল। আমি এবং আমার স্বামী যখন গুয়াংজৌ শহরের জৌলুস ও সৌন্দয্য দেখছিলাম তখন বাস বেইজিং রোড শপিং মলে এসে পৌছাল।বাস থেকে নামার পর দোভাষী আমাদের ভ্রমনের সতর্কতা ও করনীয় সম্পর্কে আবার স্মরণ করিয়ে দিল এবং তারা আমাদেরকে নিয়ে রাস্তা, সরু রাস্তা পরিদশন করাল। চীনের প্রাচীন ঐতিহ্যবাহি দোকান,আকর্ষণীয় খাবার, হাজার বছরের ঐতিহ্যের অনন্য আধুনিক সাংস্কৃতি গুয়াংজৌ শহরে সম্পূর্ণ অনুভব করা যায়।
আনন্দের সময় গুলো সব সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শীঘ্রই আমাদের গাইডের সাথে হাসপাতালে ফিরে যেতে হবে,আমরা ঠিক ভাবে বাসে উঠলাম। ফেরার পথে আমরা আমাদের কেনা জিনিস-পত্র ও ছবি বিনিময় করলাম।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ধন্যবাদ মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ কর্তৃপক্ষকে তারা আমাদেরকে নতুন আশা যুগিয়েছ এবং এই বিস্ময়কর চিকিৎসা ও ভ্রমন ছাড়াও অনেক সুন্দর স্মৃতি আমাদের স্মরণীয় হয়ে থাকবে।