ডক্টরের সাথে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন
ডক্টরের পরামর্শ পাওয়ার পদ্ধতিঃ
১.অ্যাপয়েন্টমেন্টঃ আপনাকে সাহায্য করার জন্য আমাদের প্রতিটি ব্রাঞ্চ অফিসেই মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর অভিজ্ঞ চাইনিজ ডক্টর আছেন। ডক্টরের সাথে সরাসরি পরামর্শের জন্য আপনার দেশে অবস্থিত আমাদের ব্র্যাঞ্চ অফিসে কাস্টোমার কেয়ার কর্মকর্তার সাথে টেলিফোনে অথবা হসপিটালের ওয়েব সাইটে চ্যাটের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন।এই কনসালটেশনে কোন রকম ফি রাখা হয় না অর্থাৎ সম্পূর্ণ ফ্রি তে এই পরামর্শ সেবা প্রদান করা হয়।
২. ফ্রি কনসালটেশনঃ ডক্টরের কাছে যাওয়ার পূর্বে রোগীর সকল মেডিকেল রিপোর্ট সাথে আনতে হবে। রোগীর সার্বিক অবস্থা, ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট খরচ, ট্রিটমেন্টের মেয়াদকাল, এমনকি ট্রিটমেন্ট করা সম্ভব কিনা ইত্যাদি বিষয় এই রিপোর্টের উপর ভিত্তি করেই ডক্টর আপনাকে জানাবেন। চায়নায় আমাদের হসপিটালে কনসালটেশনের জন্য আসতে চাইলে সেক্ষেত্রেও আপনার দেশে অবস্থিত আমাদের ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করতে পারেন।
৩. আমাদের ব্রাঞ্চ অফিস থেকে রোগী এবং তার সহযাত্রীর ভিসা প্রসেস করে দেওয়া হয়। এছাড়াও যারা প্রথমবার চায়নায় যাচ্ছেন তাদেরকে ফ্রি তে চাইনিজ টেলিফোন সিম কার্ড প্রদান করা হয়।
৪. গুয়াংজৌ তে পৌছার পর হসপিটালে যাবার জন্য আপনি আমাদের এয়ারপোর্ট ফ্রি পিক আপ সার্ভিস গ্রহন করতে পারেন অথবা ট্যাক্সিও ব্যবহার করতে পারেন।
ফ্রি এয়ারপোর্ট পিক আপ সার্ভিসঃ ফ্রি এয়ারপোর্ট পিক আপ সার্ভিসে আমাদের হসপিটাল থেকে একজন মেডিকেল স্টাফ গিয়ে হসপিটালের গাড়ীতে করে আপনাকে হসপিটালে পৌঁছে দেবে।
ট্যাক্সি নিলেঃ হসপিটালে যাওয়ার জন্য আপনি বাইয়ুন এয়ারপোর্ট ১০০-১৫০ আর.এম.বি. (চাইনিজ মুদ্রা) এর ভেতর ট্যাক্সিও ভাড়া করতে পারেন। এয়ারপোর্ট থেকে আমাদের হসপিটাল মাত্র ৪০ মিনিটের পথ।
বাসে কিভাবে যাবেনঃ এয়ারপোর্ট থেকে মডার্ন ক্যান্সার গুয়াংজৌতে যাওয়ার জন্য আপনি নিম্নোক্ত নাম্বার বিশিষ্ট বাস গুলো ব্যবহার করতে পারেন-
৭২, ১০৯, ১১০, ১, ১২৭, ১৭৫, ১৭৯, বি ১৬, ২৫৭, ২৯৮, ৫৪০, ৮৪১ এবং বি ১৮।
বাস লিয়াঙ্কুয়ান রোডে পৌঁছালে নেমে পড়তে হবে। এরপর বাইয়ুন পর্বতের দক্ষিণ গেইট বরাবর ৪০ মিটার পর্যন্ত হেটে গেলেই মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ দেখতে পাবেন।
হসপিটালে পৌছাতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে সাহায্যের জন্য নিম্নোক্ত নাম্বারে ফোন করতে পারেন-
+86-20-22221111 এক্সটেনশন: 1005(হটলাইন ফ্রন্ট ডেস্ক )
+86-13560242748 (ইংলিশ সার্ভিস লাইন)
৫. মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে পৌছার পর আমাদের এক্সপার্টরা রোগীর ডিটেইল্ড ফিজিক্যাল চেকআপ করার পর ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করেন। এছাড়াও হসপিটাল থেকে রোগীকে প্রাইভেট রুম,অনুবাদক ইত্যাদি সহ বিভিন্ন আনুসাঙ্গিক সেবা প্রদান করা হয়।
৬. চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য আমাদের হসপিটাল থেকে টিকিট রিসারভেশন করে দেওয়া হয়।
রিভিউ ট্রিটমেন্টের জন্য কি করতে হবে?
আপনি যদি পূর্বে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে ট্রিটমেন্ট গ্রহন করে থাকেন এবং রিভিউ ট্রিটমেন্টের জন্য পুনরায় হসপিটালে আসতে চান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আপনার দেশে অবস্থিত আমাদের লোকাল অফিসে যোগাযোগ করতে হবে ও নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহন করতে হবে-
১. প্রথমবার ট্রিটমেন্ট গ্রহন করার পরই আপনাকে রিভিউ ট্রিটমেন্টের তারিখ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। যদি তারিখ ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চায়না হেডকোয়ার্টার এ যোগাযোগ করতে হবে।
২. রিভিউ ট্রিটমেন্টের জন্য আসার পূর্বে লোকাল ব্রাঞ্চ অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চায়নায় আমাদের হসপিটালে আসার জন্য ভিসা প্রসেস, এয়ারপোর্ট পিক-আপ ইত্যাদি সহ আনুষঙ্গিক সেবা প্রদানে আমরা সবসময় আপনার পাশে আছি। আমাদের ব্রাঞ্চ অফিস থেকে বিস্তারিত জানার জন্য ওয়েব সাইটের “কন্টাক্ট আস” অপশনে ক্লিক করুন।
scrollTop