কী- ওয়ার্ডঃ মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ, সিরোসিস
সার সংক্ষেপঃ সঠিক চিকিৎসা এবং যত্নের জন্য মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ কর্তৃপক্ষকে ইন্দোনেশিয়ান লিভার সিরোসিস রোগীর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন। হাসপাতাল ত্যাগের সময় তিনি সকল কর্মকর্তা কর্মচারীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। ইন্দোনেশিয়ার ৪৯ বছর বয়সী মিঃ ইয়াং প্রায়ই লিভারে ব্যথা অনুভব করতেন কিন্তু কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে তিনি তার শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে গেছেন।
পরবর্তীতে এই ব্যথা আরও বেড়ে যায় এবং পাশাপাশি মলের সাথে রক্ত ও বমির উপসর্গ দেখা দেয়। স্থানীয় হসপিটালে পরীক্ষার পর তার লিভার সিরোসিস এবং গ্যাস্ট্রোইন টেস্টিনাল হেমারেজ ধরা পড়ে। তখন স্থানীয় হসপিটালে সাময়িকভাবে কিছু চিকিৎসা গ্রহন করা হলেও ২০১২ সালের জানুয়ারি মাসে তিনি আবারও অসুস্থ হয়ে পরেন এবং পূর্বের উপসর্গ গুলো আরও প্রকট আকার ধারণ করে। এরপর তিনি মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে চিকিৎসার জন্য আসেন। তার রোগ নির্ণয় শেষে আমাদের হসপিটালের ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অঙ্কলজি প্রফেসর ঝেন শিয়াং লিন নিশ্চিত হন যে মিঃ ইয়াং যে শুধু লিভার সিরোসিসে ভুগছেন তা নয়, তিনি ডায়াবেটিক টাইপ – ২তেও আক্রান্ত। এরপর প্রফেসর ঝেন রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে তার জন্য একটি ট্রিটমেন্ট প্ল্যান প্রস্তুত করেন।
প্রাথমিক অবস্থায় চাইনিজ ও ওয়েস্টার্ন মেডিসিনের সমন্বয় করে তাকে চিকিৎসা দেওয়া হয় যাতে তার লিভারের ভাইরাস গুলো ধ্বংস হয়ে যায় এবং লিভার সেল গুলোর পুনর্গঠন হয়। তার শারীরিক অবস্থা একটু ভাল হবার পর স্টিম সেল থেরাপি দেওয়া হল। এই থেরাপিতে উরুর হেপাটিক শিরাতে সূক্ষ্ম ছিদ্র করে ক্যাথেটার লাগানো হয়।মূলত এই থেরাপিতে লিভারে সেল ইমপ্ল্যান্ট করা হয় যাতে লিভারের কোষ গুলোর পুনর্গঠন হয়। প্রায় ১০ দিন চিকিৎসার পর মিঃ ইয়াং এর রোগ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং বমি, পেট ফাঁপা ও অন্যান্য শারীরিক অস্বস্তিও দূর হয়ে যায় পাশাপাশি তার ঘুমও ভাল হয়। তিনি হাসপাতালে থাকাকালীন সময় ডঃ ঝেন নিয়মিত তাকে পর্যবেক্ষণ করতেন এবং তার শারীরিক প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ট্রিটমেন্ট দিতেন। এছাড়াও মাদের নার্সরাও ছিলেন অত্যন্ত সতর্ক ও যত্নশীল এবং দোভাষীরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।চিকিৎসা শেষে এপ্রিলের ১ তারিখে মিঃ ইয়াং অত্যন্ত আবেগপূর্ণ ভাবে আমাদের হসপিটাল থেকে ইন্দোনেশিয়ায় ফিরে যান এবং দেশে ফিরে তার বন্ধুদের আমাদের হসপিটাল মডার্ন ক্যান্সার গুয়াংজৌ সম্পর্কে বলেন।
জুন মাসের ৯ তারিখে তিনি আবার আমাদের হসপিটালে আসেন তার অবস্থা পরীক্ষার জন্য এবং দেখা গেল যে তার অবস্থা স্থিতিশীল এবং শরীরও ভাল আছে। হসপিটালের চিকিৎসক এবং সকল স্বাস্থ্যকর্মীর কথা তিনি আজও ভুলতে পারেন না। কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের হসপিটাল এর জন্য তিনি একটি চিঠি লিখেছেন।
“ সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে
তিনি আমাকে মডার্ন ক্যান্সার গুয়াংজৌ এ চিকিৎসার জন্য পথ দেখিয়েছেন। ইন্দোনেশিয়াতেই আমার লিভার
ক্যান্সার ধরা পড়ে আর তখন আমার শারীরিক অবস্থা ছিল খুবই নাজুক। সর্বশক্তিমান
আল্লাহতা’লার অশেষ রহমতে আমি মডার্ন ক্যান্সার হসপিটাল
গুয়াংজৌ তে গিয়েছিলাম স্টিম সেল থেরাপির জন্য। আল্লাহকে অশেষ ধন্যবাদ যে আমার
অবস্থার অনেক উন্নতি হয়েছে। সেইসাথে আমি আন্তরিক কৃতজ্ঞটা প্রকাশ করছি হসপিটালের
সকল চিকিৎসক বৃন্দ, প্রফেসর ঝেন শিয়াং লিন, চার তলার সকল নার্স এবং চমৎকার দোভাষী
মিঃ চং সুজেন এর প্রতি তাদের আন্তরিক সেবা ও সহযোগিতার জন্য।
Disclaimer: Therapeutic effect depends on individual patient's condition. The content of this website is for informational purpose only,this can not be the basis of medical diagnosis and treament and even can not replace the diagnosis and treatment from doctors. Please refer to Terms and Condition for more information.