মাত্র ৩০ বছর বয়সে কারো ক্যান্সার ধরা পরবে এটা কেউই আশা করেনা। দুর্ভাগ্যবশত ২০১১ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তার অধিবাসী মি. লিয়াং এর ফুস্ফুসের বা দিকে টিউমার ধরা পড়ে। তিনি বলেন টিউমার হতে পারে এটি একেবারেই অকল্পনীয় ছিল এরপর যখন জানতে পারলেন সেটি ক্যান্সারের রূপ নিয়েছে তখন আরও বেশী হতাশ হয়ে পড়েন। তিনি বলেন “খবরটি শোনার পর আমি আমার বাবা-মায়ের কথা ভেবে কান্না থামিয়ে রাখতে পারিনি। তিনি বুঝতে পারছিলেন না তার করনীয় কি। তিনি ইন্দোনেশিয়া ও ফিলিপিনে চিকিৎসা করিয়ে কোন ভাল ফল পাননি। এরপর যখন মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর মিনিম্যালি ইনভ্যাসিভ থেরাপি গুলোর কথা শুনলেন তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে পরবর্তী ট্রিটমেন্ট তিনি চায়নাতেই করাবেন। ট্রিটমেন্ট কেমন হবে বা তিনি সুস্থ হবেন কিনা এ বিষয়ে তিনি তখন নিশ্চিত ছিলেন না। তারপরও আশা ছেড়ে দেননি।
প্লেন থেকে নামার পরপরই মি. লিয়াং হসপিটালের স্টাফদেরকে দেখতে পেলেন যারা তাকে রিসিভ করতে এসেছিল। মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে পৌছার পর সেখানকার নার্স ও দোভাষীরা তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহন করল। ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর দোভাষীরা মি. লিয়াং কে হসপিটালের পরিবেশ সম্পর্কে বুঝিয়ে বলল যাতে তিনি এখানে সহজে মানিয়ে নিতে পারেন। হসপিটালের প্রধান সার্জন ডাঃ ফং শিয়াওচি এবং তার দায়িত্তপ্রাপ্ত চিকিৎসক ডাঃ ট্যাং শিয়াংজুয়ান মি. লিয়াং কে দেখাতে আসেন। তারা তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেন। চিকিৎসকদের আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ মি. লিয়াং কে মুগ্ধ করেন। তিনি অনুধাবন করলেন যে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এ চিকিতসার জন্য আসার ব্যপারে তার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল।
এরপর দিন মি লিয়াং এর একটি কম্প্রিহেন্সিভ পরীক্ষা করা হল যেখানে তার ফুস্ফুসের বা দিকে অ্যাডিনোকার্সিনোমা ধরা পড়ে। ডাঃ ফং ,ডাঃ থাং, ইন্টারভেনশনাল থেরাপি বিশেষজ্ঞ ওয়াং রঙ্ঘুয়া, চীফ সার্জন ডাঃ লিউ, ক্রাইওসার্জারি স্পেশালিষ্ট জেন ইয়াংলি, চীফ সার্জন তাই ওয়েনইয়ান একত্রে মিঃ লিয়াং এর সি.টি. ইমেইজ স্টাডি করে ট্রিটমেন্ট প্ল্যান প্রস্তুত করেন। পরিকল্পনা অনুযায়ী তারা মিঃ লিয়াং কে ক্রাইওসার্জারি, সার্জারি, ইন্টারভেনশনাল থেরাপি, কেমোথেরাপি এবং বায়ো ইমিউনোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রোগীর শারীরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে চাইনিজ মেডিসিনও ব্যবহার করা হয়।
মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর ক্রাইওসার্জারি শুধুমাত্র ক্যান্সার সেল এর উপরই কাজ করে। এটি করার জন্য অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় যার ইমেইজিং টেকনোলজি ও অ্যানাটমি উভয়ের উপরই অত্যন্ত দক্ষতা আছে যাতে তিনি তিউমারের আকার, অবস্থান, আকৃতি ইত্যাদির অত্যন্ত নির্ভুল ভাবে নির্ণয় করে আর-হি নাইফ প্রয়োগ করতে পারেন।
চিকিৎসা চলাকালীন সময়ে তার অনুবর্তীত চিকিৎসক ডাঃ ট্যাং শিয়াংজুয়ান তাকে সব সময় পর্যবেক্ষণের আওতায় রাখেন এবং ওয়ার্ডে গিয়ে নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং জানতে চান যে তিনি কোন ধরনের অসুবিধা বোধ করছেন কিনা ও তার ডায়েট প্রক্রিয়া স্বাভাবিক আছে কিনা। ডাঃ ট্যাং তাকে পরামর্শ দেন তার মনোবল কে শক্তিশালী রাখতে কেননা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি অত্যন্ত প্রয়োজন। ট্রিটমেন্টের রিপোর্ট পাওয়ার পর ডাঃ লিয়াং মি. লিয়াং এর ওয়ার্ডে গিয়ে দোভাষীদের সহযোগিতায় তাকে জানান যে তার অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসা সফল হয়েছে। তিনি তাকে দুশ্চিন্তামুক্ত থেকে ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাবার জন্য অনুপ্রাণিত করেন।
সফল ট্রিটমেন্ট ও বন্ধুত্বপূর্ণ নার্সিং ব্যবস্থার জন্য মি. লিয়াং মডার্ন ক্যান্সার হসপিটালের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা অত্যন্ত কঠিন কিন্তু তিনি এ যুদ্ধ চালিয়ে যাবেন। তিনি বলেন সঠিক চিকিৎসা গ্রহন করলে ক্যান্সারের রোগীরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
Disclaimer: Therapeutic effect depends on individual patient's condition. The content of this website is for informational purpose only,this can not be the basis of medical diagnosis and treament and even can not replace the diagnosis and treatment from doctors. Please refer to Terms and Condition for more information.