ভ্যাজিনাল ক্যান্সারের চিকিৎসা
ভ্যাজিনাল কান্সারের অনেক ধরনের চিকিৎসা রয়েছে যার মধ্য থেকে সঠিক চিকিৎসা পদ্ধতিটি নির্বাচন করা অনেক বেশী গুরুত্বপূর্ণ। ভ্যাজিনাল ক্যান্সারের প্রধান চিকিৎসা গুলো হল সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেসুলার ইমিউনোথেরাপি, মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ট্রিটমেন্ট এনং টি.সি.এম। এগুলো সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হল।
সার্জারিঃ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকলে সার্জারি করা হয়। সার্জারির মধ্যে রয়েছে লোকাল রিসেকশন, পারশিয়াল বা টোটাল ভ্যাজিনাল রিমুভাল, ভ্যাজিনাল রিকন্সট্রাকশন ইত্যাদি। ক্যান্সার আশে পাশে অনেক বেশী বিস্তৃত হলে যৌনাঙ্গ, মলদ্বার এবং পিত্তাশয় সম্পূর্ণ কেটে ফেলতে হতে পারে। সার্জারির অনেক জটিলতা আছে যে কারণে বেশিরভাগ রোগীই সার্জারি করাতে চান না।
রেডিওথেরাপিঃ এক্ষেত্রে দুই ধরনের রেডিওথেরাপি আছে ব্রকাইথেরাপি এবং এক্সটারনাল ইর্যাডিয়েশন। ব্রকাইথেরাপির মাধ্যমে প্রাথমিক ক্ষত চিকিৎসা করা হয় অন্যদিকে ক্যান্সার আশেপাশে ছড়িয়ে পড়লে এক্সটারনাল ইরাডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা হয়।
কেমোথেরাপিঃ একক ভাবে কেমোথেরাপি ব্যবহার করা হলে তেমন ভাল ফল পাওয়া যায় না। একারনেই সাধারণত রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি দেওয়া হয়।
সেলুলার ইমিউনোথেরাপিঃ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে শক্তিশালী করে এবং কেমোথেরাপি ও রেডিওথেরাপির পরে শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি ক্যান্সার ফিরে আসাকে প্রতিরোধ করে এবং জীবন যাত্রার মানকে উন্নত করে।
মিনিম্যালি ইনভ্যাসিভ থেরপি এবং চাইনিজ মেডিসিনঃ
মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে চাইনিজ এবং ওয়েস্টার্ন মেডিসিনের সমন্বয় করে ক্যান্সার চিকিৎসা করা হয় ফলে একক ট্রিটমেন্টের তুলনায় অনেক ভাল ফল পাওয়া যায়। বিভিন্ন প্রকার সূক্ষ্ম আক্রমণকারী থেরাপি ব্যবহার করে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ সরাসরি টিউমার এবং ক্যান্সার কোষকে ধ্বংস করে ফলে বড় ধরনের কোন কাঁটা ছেঁড়ার দরকার হয়না। এছাড়াও এসকল থেরাপিতে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ব্যবহার করা হয় যা শরীরেরর ভারসাম্য বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভ্যাজিনাল ক্যান্সার ধরা পড়লে হতাশ না হয়ে সর্বোত্তম ট্রিটমেন্টটি নির্বাচন করার ব্যাপারে ডক্টরের সাথে যোগাযোগ করার জন্য মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
scrollTop