হোম>
ক্যান্সার চিকিৎসা>
ব্রেন ক্যান্সার চিকিত্সা>

ব্রেন ক্যান্সার চিকিত্সা

  ব্রেন ক্যান্সার সাধারণ ম্যালিগন্যান্ট টিউমার গুলোর মধ্যে একটি। বছরের পর বছর এটি বাড়তে থাকে। সঠিক পরীক্ষণ, ডাক্তারী পরামর্শ ও শরীর ঠিক রাখাটা এক্ষেত্রে জরুরী। ব্রেন ক্যান্সার ধরা পড়লে ভীত না হয়ে ডাক্তারদের সাথে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করা উচিত। মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌতে বর্তমানে ব্রেন টিউমার চিকিৎসায় সবচেয়ে আধুনিক পদ্ধতি অনুসরন করা হয় ।
  

  ব্রেন টিউমারের সনাতনী চিকিৎসা পদ্ধতিঃ

  
  ১। কেমোথেরাপিঃ   কেমো থেরাপি সাধারনত যে কোন ধরণের ক্যান্সার চিকিৎসাতেই ব্যবহার করা হয়। ব্রেন ক্যান্সারেও এটি অনুসরন করা হয়। সাধারণ কেমো থেরাপির নানা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যা রোগীর দেহে কোষের ভেতর ঢুকে খুব ধীরে কাজ করে।
  
  ২। রেডিও থেরাপিঃ ক্যান্সার চিকিৎসায় রেডিও থেরাপিও একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি যা γ-রে দ্বারা করা হয় এবং এর প্রতিক্রিয়ার ফলে চিকিৎসা পদ্ধতি বিঘ্নিত হতে পারে। ইমেজিং পরীক্ষণ দ্বারা এটি করা হয় এবং রেডিয়েশনের মাত্রা টিউমারের অবস্থা অনুযায়ী নিরূপণ করা হয়। এর যে কোন ধরণের টক্সিক পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।
  
  ৩। সার্জারিঃ সার্জারির মাধ্যমে ব্রেন টিউমার চিকিৎসায় শুধুমাত্র টিউমার কেটে ফেলা যায় কিন্তু ক্যান্সার সেল যদি ভেতরে থেকে থাকে তা ধ্বংস করা সম্ভব হয়না। ক্যান্সার বা টিউমারের পুনর্গঠনও এর দ্বারা রোধ করা সম্ভব নয়।
  

  মিনিম্যালি ইনভেসিভ থেরাপি, ব্রেন ক্যান্সারের সবচেয়ে অন্যতম , উন্নত মানের চিকিতসাঃ

  
  মডার্ন ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞরা মিনিম্যালি ইনভেসিভ থেরাপির দ্বারা বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা করে থাকেন যা এই সময়ের সবচেয়ে উন্নত চিকিৎসা পদ্ধতি। আর হে নাইফ, টিসিএম, রেডিও একটিভ পার্টিকেল থেরাপি,ফটো ডায়নামিক নাইফ ইত্যাদি এর সমন্বয়ে দেয়া এই থেরাপির দ্বারা কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ব্রেন টিউমারের চিকিৎসা সম্ভব।
  
  ব্রেন ক্যান্সার ধরা পড়লে সঠিক সময়ে পরীক্ষণ এবং চিকিৎসা নেয়া খুব জরুরী।
scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত