পিত্তনালী ক্যান্সারে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে।সার্জারির সাথে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি প্রয়োগকৃত চিকিৎসা;ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন চিকিৎসা পদ্ধতি ছাড়াও ইন্টারভ্যানশনাল থেরাপি পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় বিশেষভাবে উপযোগী।
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় সার্জারি
সার্জারি করার মূল উদ্দেশ্য হল কোন কিছু অপসারণ করা বা কেটে ফেলা। পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় সার্জারি করে রোগীর জীবন হার বৃদ্ধি করা হয়। সার্জারির পর রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর চিকিৎসার প্রভাব ফলপ্রসূ করা হয় ।শেষ বা পরিণত পর্যায়ে রোগীদের ক্ষেত্রে সার্জারির মাধ্যমে পিত্তনালীতে সংক্রমক ও বাধা থাকলে তা নিস্কাশন ও নিয়ন্ত্রন করা হয়। এর মাধ্যমে লিভারের স্বাভাবিক কার্যক্রমকে উন্নতির পাশাপাশি জটিলতা কমিয়ে জীবন মান বৃদ্ধি করা হয়।
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি
রেডিওথেরাপি ও কেমোথেরাপির চিকিৎসা পিত্তনালী ক্যান্সার চিকিৎসার জন্য খুব সংবেদনশীল নয়।
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় সেবাগুলো কি কি?
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় চাইনিজ মেডিসিন
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় চাইনিজ মেডিসিনের মাধ্যমে প্লীহাকে শক্তিশালী এবং রক্তকে বিশুদ্ধ করে।এতে শরীরের বিষাক্তভাব কমিয়ে টিউমারকে প্রতিরোধ করা হয়।
চাইনিজ মেডিসিনের উদ্দেশ্য হল শারীরিক উন্নতির মাধ্যমে টিউমারকে প্রতিরোধ করা। এর মাধ্যমে শুধু ক্যান্সার সেলগুলোকে প্রতিরোধ করে না এর পাশাপাশি শরীরে ভিতরে উন্নতি এবং ক্যান্সার সেলগুলোকে নিয়ন্ত্রন করা হয়।এতে ক্যান্সার ছড়িয়ে যাওয়া ও বিভাজন প্রক্রিয়া থেকে রক্ষা পায়।এর ফলে শারীরিক উপসর্গগূলো কমিয়ে চিকিৎসার প্রভাবকে কার্যকর করে জীবনযাত্রার মান বৃদ্ধি করা হয়।
পিত্তনালী ক্যান্সার চিকিৎসায় ইন্টারভ্যানশনাল থেরাপি
ইন্টারভ্যানশনাল থেরাপিতে মেডিকেল যন্ত্রের সাহায্যে শরীরে ২ মি মি ক্ষত করে সরু নালী তৈরি করা হয়।এ সরু নালীর মাধ্যমে রক্তের ভেসেলে ঔষধ প্রবেশ করানো হয়।এতে আশেপাশে কোন স্বাভাবিক টিস্যুতে কোন প্রতিক্রিয়া না করে নির্দিষ্ট ক্ষততে ঔষধ প্রবেশ করানো হয়।
ইন্টারভ্যানশনাল থেরাপিতে কোন সার্জারি ছাড়াই সামান্য ক্ষতের মাধ্যমে পুরো চিকিৎসা সেবা দেওয়া হয়। কোন ঝুঁকি ছাড়াই ত্বকে সামান্য কাটার মাধ্যমে চিকিৎসা করা হয় বলে এই পদ্ধতি বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে।