থাইরয়েড ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার কি?
থাইরয়েড ক্যান্সার প্রধানত থাইরয়েডের ইপিথেলিয়াল টিস্যু গুলো আক্রান্ত হবার কারনে হয়ে থাকে। থাইরয়েড ক্যান্সারকে বৈশিষ্ট্য অনুযায়ী ২টি শ্রেণীতে ভাগ করা যায়ঃ adenocarcinoma ও follicular adenocarcinoma
থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার এবং রোগমুক্তির সম্ভাবনার হার কত?
সামগ্রিকভাবে যেকোন ধরনের ক্যান্সার রোগের মধ্যে রোগীদের থাইরয়েড ক্যান্সার হবার সম্ভাবনা থাকে শতকরা ১ ভাগ। শিশু এবং চল্লিশ বা এর থেকে বেশী বয়স্কা নারীরা এই রোগে বেশী আক্রান্ত হয়ে থাকে। পুরুষ এবং নারীদের আক্রান্ত হবার অনুপাত ১:২.৪ । সঠিক সময়ে চিকিৎসা করালে রোগী সম্পুর্নভাবে সেরে ওঠার সম্ভাবনা থাকে এবং পরিণত পর্যায়ের রোগীরা সঠিকভাবে চিকিৎসা গ্রহন করলে পাঁচ বছর পর্যন্ত আয়ুকাল বৃদ্ধি পাবার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ।
থাইরয়েড ক্যান্সার এর কারণ কি?
থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হবার নির্দিষ্ট কোন কারন নেই,বিভিন্ন কারনে এ রোগ দেখা দিতে পারে। অপর্যাপ্ত আয়োডিনযুক্ত খাবার খাওয়া এ রোগের অন্যতম কারণ। রেডিয়েশন এক্সপোজার,এস্ট্রোজেন সিক্রেশন,জীনগত কারণ,থাইরয়েড এডেনোমা,গলগণ্ড এর কারনে এ রোগের প্রসার ঘটে।
থাইরয়েড ক্যান্সার লক্ষণগুলো কি কি?
১। হঠাৎ করেই যদি খুব অল্প সময়ের মধ্যে লাম্ফ বৃদ্ধি পায়।
২। স্বাভাবিক ভাবে কথা বলতে সমস্যা হলে বা শ্বাসকষ্ট দেখা দিলে।
৩। লাম্ফ এ ছুঁয়ে দেখলে যদি তা শক্ত অনুভূত হয়।
৪। লাম্ফ যদি নাড়ানো না যায়, গেলার ক্ষেত্রে সমস্যা হলে।
৫। ঘাড়ের দিকে যদি কোন ক্ষত দেখা দেয়।
থাইরয়েড ক্যান্সার জন্য নির্ণয় পদ্ধতি কি?
1. Radionuclide পরীক্ষা: এই পরীক্ষার দ্বারা, আকৃতি, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত স্থান নির্ধারন করা যেতে পারে;
2. ল্যাবরেটরি পরীক্ষা: এটা থাইরয়েড nodules প্রকৃতি সনাক্ত করতে পারে ;
3. Ultrasound: উপরন্তু আকৃতি, আকার, থাইরয়েড ভর এবং কঠিন্যতা নির্ধারন করা যেতে পারে;
4. জীবকোষ - সংক্রান্ত বিদ্যা: এটি একটি উচ্চ পিড়কাকার adenocarcinoma এর diagnosing মধ্যে সঠিকতার হার নির্ধারন করে।
5. এক্সরে: এটা মূলত শ্বাসনালী এবং থাইরয়েড মধ্যে সম্পর্ক নিরখায় ব্যবহার করা হয়;
6. সিটি স্ক্যান: এটা পরিষ্কারভাবে আকৃতি, থাইরয়েড ক্যান্সার আকার এবং গলা, শ্বাসনালী, খাদ্যনালী, সঙ্গে তার সম্পর্ক ছাড়াও, ক্যান্সার অনুপ্রবেশ এর সুযোগ প্রদর্শন করে।
থাইরয়েড ক্যান্সার চিকিৎসার পদ্ধতি;
সার্জারি: এটি ক্যান্সার টিস্যু ধ্বংস এবং সার্ভিকাল লিম্ফ নোডস বা লসিকার metastasized অংশ পরিষ্কার করে।
রেডিও থেরাপি: সাধারণত follicular adenocarcinoma এর ক্ষেত্রে এটি প্রযোজ্য
কেমোথেরাপি: এটা গুরুত্বর ক্যান্সার রোগী যারা metastases এ আক্রান্ত এবং যাদের ক্ষেত্রে সার্জারি প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
পরম্পরাগত চীনা ঔষধ: ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করতে, থাইরয়েড ক্যান্সার রোগীদের রোগ প্রতিরোধক কার্যকারিতা বাড়িয়ে তুলতে এবং কেমোথেরাপি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কমানোতে সাহায্য করে.
সার্জারির পর নার্সিং এবং সেবা
1. থাইরয়েড ক্যান্সার রোগীদের প্রথম ১-২ দিন তরল খাবার দেয়া উচিৎ এতে করে খাবার গিলতে কোন কষ্ট হয়না।
2. থাইরয়েড ক্যান্সার রোগীদের সঙ্গে শুয়ে থাকার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় যাতে সার্জারী করা স্থানের ক্ষতে কোন আঘাত না লাগে এবং তা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।
3. ক্ষত স্থানে যাতে টান না লাগে এজন্য কাশি হলে বিশেষ ব্যাবস্থা নিতে হবে এবং যত সম্ভব কথা কম বলা উচিৎ।
4. রোগীকে শান্ত ও আরামদায়ক পরিবেশে রাখতে হবে।
5. কোন ফোলা বা ক্ষত দেখা দিলে তার ব্যবস্থা নিতে হবে.
6. যদি কন্ঠ কর্কশ হয়, শ্বাস নিতে কষ্ট হয়ে সেক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখানো উচিৎ।
কি ধরনের সহায়তা পাওয়া যাবে?
প্র্যাকটিস প্রমান করে যে ক্লিনিকে পরিসেবা দল,অঙ্কোলজি,রোগবিদ্যা,পেশাদারী নার্স এবং নিয়মানুবর্তিতা ক্যান্সার রোগীর সেবার ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী ভূমিকা পালন করে। মডার্ন ক্যান্সার হসপিটালের ক্যান্সার চিকিৎসা এবং সেবার ক্ষেত্রে এসকল বিষয়ে বিশেষ ব্যবস্থা মেনে চলা হয়। উন্নত ডাক্তারি পরামর্শ,অনলাইন পরামর্শ,ই মেইলের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, মেডিক্যাল টিম গঠন করার মাধ্যমে রোগ নির্নয় করে সঠিক চিকিৎসা সেবা প্রদান এবং বন্ধুসুলভ পরিবেশ সুনিশ্চিত করা হয়।
scrollTop