ভ্যাজিনাল ক্যান্সারের লক্ষণ
স্ত্রী যোনি পথে জন্মানো ম্যালিগন্যান্ট টিউমারকেই ভ্যাজিনাল ক্যান্সার বলে। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে রক্তপাত, সহবাসের পরে রক্তপাত, দুর্গন্ধযুক্ত রক্তপাত ইত্যাদি। ক্যান্সার এডভান্স পর্যায়ে গেলে তখন বৃক্কের কার্যহীনতা, রক্ত শূন্যতা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।
প্রাইমারি ভ্যাজিনাল ক্যান্সার খুবই বিরল, বেশিরভাগ ক্যান্সারই সেকেন্ডারি হয়ে থাকে। মহিলাদের যেসব ক্যান্সার হয় তার মধ্যে এই ক্যান্সার হওয়ার হার ১%। ভ্যাজিনাল ক্যান্সারের মধ্যে রয়েছে স্কোয়ামোস সেল কার্সিনোমা, কোরিওকার্সিনোমা, এডিনোকার্সিনোমা, সারকোমা ইত্যাদি।
ভ্যাজিনাল ক্যান্সারের লক্ষণ কি কি?
ভ্যাজিনাল ক্যান্সারের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে- যোনি পথ দিয়ে অস্বাভাবিক রক্তপাত, সহবাসের পরে রক্তপাত, যোনিপথ দিয়ে তরল জাতীয় কিছু নির্গত হওয়া, দুর্গন্ধযুক্ত রক্ত নির্গত হওয়া ইত্যাদি। এছাড়াও পেটে ব্যথা, পিঠের নিম্নাংশে ব্যথা, প্রসাবে জ্বালাপোড়া, প্রসাব করতে অসুবিধা হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি লক্ষণগুলোও দেখা যেতে পারে। ক্যান্সারের চরম পর্যায়ে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা, রেকটোভ্যাজিনাল ফিস্টুলা ইত্যাদি হতে পারে। এছাড়াও বৃক্কের কার্যহীনতা, রক্তশূন্যতা, যৌনাঙ্গে ক্ষত বা ঘা ইত্যাদিও দেখা দিতে পারে।
মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর ক্যান্সার এক্সপার্টদের সতর্কবার্তাঃ যৌনাঙ্গে কোন ঘা দেখা দিলে বা দীর্ঘদিন ধরে রক্ত পাত হলে দ্রুত পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হবে।
scrollTop