হোম>
ক্যান্সারের লক্ষন>
প্রস্টেট ক্যান্সারের লক্ষণ>

প্রস্টেট ক্যান্সারের লক্ষণ

  প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক স্তরে কোন ক্লিনিক্যাল উদ্ভাস পাওয়া সম্ভব নয়,সময়ের সাথে সাথে এটি বাড়তে থাকে। বিভিন্ন উপসর্গ এবং লক্ষণ দেখা দেবার সাথে সাথে রোগীর অবস্থা নাজুক হতে শুরু করে। এ রোগের প্রধানত নিম্নরূপ তিনটি দিক আছে:
  

  প্রস্টেট ক্যান্সারের লক্ষনঃ

  
  মূত্রত্যাগে বাধাঃ মূত্রনালী থেকে নিষ্পেষণ হবার সাথে সাথে টিউমারের আয়তন বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থায় রোগীর অবস্থা বেগতিক হয়ে থাকে এবং ডাইসোরিয়া হবার মত লক্ষণ দেখা দিতে থাকে। দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত রোগীদের মূত্রত্যাগে অক্ষমতা দেখা দেয় এবং সম্পূর্নভাবে মূত্রত্যাগে তারা অক্ষম থাকেন।
  
  অন্যান্য টিস্যু আক্রান্ত হবার সম্ভাবনাঃ প্রস্টেট ক্যান্সার যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে তখন আশেপাশের টিস্যুগুলোও আক্রান্ত হতে থাকে ধারাবাহিকভাবে। তলপেটে ব্যাথা,মূত্রনালীর সমস্যা,ধাতুগত গুটিকা, মূত্রের সাথে রক্ত পড়া, হেমোসপেমিয়া, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে।
  
  টিউমারের মেটাস্টাসিসঃ প্রস্টেট ক্যান্সারের অন্যতম সমস্যা হচ্ছে এটি শরীরের কঙ্কালেও ছড়িয়ে পরার সম্ভাবনা থাকে, হাড়ে ফাটল ধরতে শুরু করে।অস্থিমজ্জা ক্ষতিগ্রস্থ হওয়া, বুকে ব্যাথা,ফুসফুসে সংক্রমন,কাশির সাথে রক্ত বের হওয়া এবং রক্ত শূন্যতা হওয়াও এর অন্যতম উপসর্গ।
  
  মডার্ন ক্যান্সার হসপিটালের অভিজ্ঞরা বলেন যদি প্রস্টেট ক্যান্সারের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে দ্রুত পরীক্ষণ এবং চিকিৎসা ব্যবস্থা নেয়াই শ্রেয়।
scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত