প্রস্টেট ক্যান্সারের লক্ষণ
প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক স্তরে কোন ক্লিনিক্যাল উদ্ভাস পাওয়া সম্ভব নয়,সময়ের সাথে সাথে এটি বাড়তে থাকে। বিভিন্ন উপসর্গ এবং লক্ষণ দেখা দেবার সাথে সাথে রোগীর অবস্থা নাজুক হতে শুরু করে। এ রোগের প্রধানত নিম্নরূপ তিনটি দিক আছে:
প্রস্টেট ক্যান্সারের লক্ষনঃ
মূত্রত্যাগে বাধাঃ মূত্রনালী থেকে নিষ্পেষণ হবার সাথে সাথে টিউমারের আয়তন বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থায় রোগীর অবস্থা বেগতিক হয়ে থাকে এবং ডাইসোরিয়া হবার মত লক্ষণ দেখা দিতে থাকে। দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত রোগীদের মূত্রত্যাগে অক্ষমতা দেখা দেয় এবং সম্পূর্নভাবে মূত্রত্যাগে তারা অক্ষম থাকেন।
অন্যান্য টিস্যু আক্রান্ত হবার সম্ভাবনাঃ প্রস্টেট ক্যান্সার যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে তখন আশেপাশের টিস্যুগুলোও আক্রান্ত হতে থাকে ধারাবাহিকভাবে। তলপেটে ব্যাথা,মূত্রনালীর সমস্যা,ধাতুগত গুটিকা, মূত্রের সাথে রক্ত পড়া, হেমোসপেমিয়া, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে।
টিউমারের মেটাস্টাসিসঃ প্রস্টেট ক্যান্সারের অন্যতম সমস্যা হচ্ছে এটি শরীরের কঙ্কালেও ছড়িয়ে পরার সম্ভাবনা থাকে, হাড়ে ফাটল ধরতে শুরু করে।অস্থিমজ্জা ক্ষতিগ্রস্থ হওয়া, বুকে ব্যাথা,ফুসফুসে সংক্রমন,কাশির সাথে রক্ত বের হওয়া এবং রক্ত শূন্যতা হওয়াও এর অন্যতম উপসর্গ।
মডার্ন ক্যান্সার হসপিটালের অভিজ্ঞরা বলেন যদি প্রস্টেট ক্যান্সারের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে দ্রুত পরীক্ষণ এবং চিকিৎসা ব্যবস্থা নেয়াই শ্রেয়।
scrollTop