অন্ত্রের ক্যান্সারের লক্ষণ
অন্ত্রে জন্মানো ম্যালিগন্যান্ট টিউমারকেই অন্ত্রের ক্যান্সার বলা হয়। এই ক্যান্সারটি ৪০-৫০ বয়সীদের মাঝে বেশী দেখা যায়। সাধারণ লক্ষণ গুলোর মধ্যে রয়েছে মলের সাথে রক্ত যাওয়া, বমি, পেট ব্যথা ইত্যাদি। এই ক্যান্সারের লক্ষণ গুলো সম্পর্কে আগে থেকে জানা থাকলে দ্রুত চিকিৎসা গ্রহন করা সম্ভব হয়।
হজমতন্ত্রে যে সব ক্যান্সার হয় তার মধ্যে অন্ত্রের ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। পাকস্থলীর ক্যান্সারের পরেই এটি সবচেয়ে বেশী দেখা যায়। ৪০ বছর বয়সের পরেই সাধারণত এই ক্যান্সারটি বেশী হয় এবং ৩০ বছর এর নিচে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা ১৫%। পুরুষদের এই ক্যান্সারটি বেশী হয়ে থাকে। মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর চিকিৎসকরা আপনাদের সুবিধার জন্য এই ক্যান্সারের কারন এবং লক্ষণ গুলো বর্ণনা করেছেন। আমরা এই বিষয় গুলোকেই নিচে তুলে ধরছি।
অন্ত্রের ক্যান্সার কেন হয়?
১. খাদ্যাভ্যাসঃ যারা প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার বেশী খান এবং আঁশযুক্ত খাবার কম খান তাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।
২. বংশগত কারণঃ পরিবারে কারো এই ক্যান্সার হওয়ার ইতিহাস থাকলে অন্যদের হতে পারে।
৩. পলিপ্সঃ কোলন অথবা পায়ুপথের প্রাচীরে পলিপ্স বা টিস্যুর অস্বাভাবিক বর্ধনের ফলে এই ক্যান্সার হতে পারে।
৪. আলসারঃ যারা দীর্ঘদিন ধরে আলসারের সমস্যায় ভুগছেন তাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।
অন্ত্রের ক্যান্সারের লক্ষণ কি কি?
ক্যান্সারের প্রাথমিক অবস্থায় কোন প্রকার ব্যথা ছাড়াই মলের সাথে হালকা লাল রঙের রক্ত দেখা যায়। তবে ক্যান্সার এডভান্স পর্যায়ে চলে গেলে সেক্ষেত্রে রক্তের রঙ আরও গাঢ় হয়।
এছাড়াও হজমে গোলমাল দেখা দেয়, ঘন ঘন প্রসাব হয়, প্রসাব পুরোপুরি হয় না এবং পায়খানায় পরিবর্তন দেখা যায়।
ক্যান্সারের কারণে অন্ত্রের গহ্বর সরু হয়ে যায় এ কারণে হজমে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয় ফলে রক্ত শূন্যতা, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা ইত্যাদি হয়ে থাকে।
ক্যান্সার এডভান্স পর্যায়ে চলে গেলে তা অন্যান্য প্রত্যঙ্গ যেমন পিত্ত থলি, প্রোস্টেট ইত্যাদিতেও ছড়িয়ে পড়ে ফলে প্রসাবে জ্বালা যন্ত্রণা সহ বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয়। এই ক্যান্সারটি অনেক সময় লিভারেও ছড়িয়ে পড়তে পারে ফলে জন্ডিস হতে পারে ও লিভার বড় হয়ে যেতে পারে।
কোন প্রকার লক্ষণ দেখা মাত্রই পরবর্তী পরীক্ষার জন্য দ্রুত বিশেষজ্ঞ হসপিটালে যোগাযোগ করতে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ এর পক্ষ থেকে আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
scrollTop