কোলন ক্যান্সারের লক্ষনঃ
কোলন ক্যান্সার দেহের হজম গ্রন্থির মধ্যে গঠিত হওয়া সাধারন ম্যালিগন্যান্ট টিউমারের কারনেই হয়ে থাকে যা দেহের জন্য হুমকি স্বরূপ। প্রাথমিক অবস্থায় কোন ক্যান্সার উপসর্গের লক্ষণ না থাক্লেও ধীরে ধীরে তা দেহকে নাজুক করে দেয়।
(১) পেটের ব্যাথা এবং হজম তন্ত্রের উপসর্গঃ অধিকাংশ কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীদের পেটে ব্যাথা বা অসহনীয়তা লক্ষ্য করা যায়। পার্শ্ব পেটে স্ফীতি, বমি বমি ভাব, খাবার খাওয়ার পর বমি, ডায়রিয়া এর মত উপসর্গ দেখা যায়। এর ফলে অন্ত্রের প্রাচীরে দীর্ঘস্থায়ী ছিদ্র বা ফোড়া হতে পারে।
(২) গর্ভ ভরঃ এটি অনিয়মিতভাবে কোলন ক্যান্সার এবং মলাশয় ক্যান্সারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
(৩) পেটের উদ্বাসন অভ্যাস এবং বিষ্ঠা আকৃতির পরিবর্তনঃ এর কারনে পেটে উদ্বাসন অভ্যাসে বিস্তর পরিবর্তন ঘটে,ক্ষত বা সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য, শূলবেদনা,মলত্যাগে সমস্যা, মলদ্বার জ্বালা করা, মলের সাথে রক্ত পড়া সহ নানান সমস্যা দেখা যায়।
(৫) দীর্ঘস্থায়ীভাবে মাথা ব্যথা, অ্যানায়েমিয়াঃ টিউমারের উপরিভাগে আলসারের মত কোন আক্রমণ হলে মলাশয়ে অবিরত রক্তক্ষরণ ঘটে। এতে করে রোগীর শরীরের ওজন কমে যায়,রোগী অপুষ্টিতে ভোগেন, রোগীর এডিমা,হেপাটোমেগ্যালি,এসিটেস,হাইপ্রোটেইনেমিয়া ইত্যাদি রোগে ভোগার মত উপসর্গও দেখা দেয়। রোগীর দেহে অভ্যন্তরীণ ভগন্দর দেখা দিতে পারে।
কোলন ক্যাসারের এসকল উপসর্গ দেখা গেলে বা কোন ধরনের দ্বিধা থাকলে মডার্ন ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। রোগের নির্নয় ব্যবস্থা বা ডায়াগনোসিস এর মাধ্যমে চিকিৎসার ফলে রোগীর জীবনের ঝুঁকি কমাতে বা অবস্থার উন্নতিতে আমরা সার্বিক চেষ্টা করে থাকি।
scrollTop