ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ
প্রতি বছর অসংখ্য মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন সুতরাং এর লক্ষণ গুলো সম্পর্কে জানা থাকলে তা শুরু থেকে চিকিৎসা গ্রহন করে ভাল থাকতে রোগীকে সাহায্য করবে। গর্ভাশয়ের ক্যান্সারের পর মহিলারা ব্রেস্ট ক্যান্সারেই সবচেয়ে বেশী আক্রান্ত হন এবং পরিসংখানে দেখা গেছে যে মানুষের শরীরে যেসব ক্যান্সার হয় তার মধ্যে ৭%-১০% ই হল ব্রেস্ট ক্যান্সার। সাধারণত ৪০-৬০ বছর বয়সে মহিলারা এই ক্যান্সারে আক্রান্ত হন।
ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কি?
১. অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক অবস্থায় ব্রেস্টে কোন ডেলা বা মাংসপিণ্ড দেখা না গেলেও রোগীরা বিভিন্ন রকম অস্বস্তি বোধ করেন। যেমন মেনোপোজের পরে স্তন, কাঁধ বা পিঠে হালকা ব্যথা। অনেকসময় বগলেও ব্যথা হতে পারে।
২. প্রাথমিক অবস্থায় স্তনের অভ্যন্তরে খুব ছোট আকারের ডেলা অনুভূত হতে পারে। এই ডেলাগুলো এক জায়গায় না থেকে কিছুদিন পর পর স্তনের বিভিন্ন জায়গায় সরে যায়। সাধারণত এই ডেলা বা দানা গুলোতে কোন ব্যথা থাকেনা তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে হালকা ব্যথা বা খচখচে ভাব হতে পারে।
৩. স্তনে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন কমলার খোসার মত চামড়া কুঁচকে যাওয়া বা ফুলে ওঠা, পুঁজ জাতীয় কিছু বের হওয়া, রঙ পরিবর্তন হওয়া ইত্যাদি অস্বাভাবিক লক্ষণ দেখা যায়।
৪. নিপল্ এর আশপাশের জায়গা সংকুচিত হয়ে যায়। নিপল এ অসামঞ্জস্যতা দেখা যায় ও মোটা হয়ে যায়, ব্রেস্ট এর চামড়ায় ছোট ছোট ছিদ্রের মত দেখা যায়।
৫.নিপল্ থেকে পুঁজ বা ঘন তরল জাতীয় কিছু বের হতে পারে এক্ষেত্রে দ্রুত পরবর্তী পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে।
৬. লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। সাধারণত শেষ পর্যায়ের দিকে এই লক্ষণটি দেখা যায়।
নিজে যেভাবে পরীক্ষা করতে পারেনঃ
১. হাতের চার আঙুল দিয়ে ঘরির কাঁটা চক্রাকারে ঘোরার মত ব্রেস্ট পরীক্ষা করতে পারেন যে কোন ডেলা বা মাংশ পিণ্ড অনুভূত হয় কিনা।
২. লম্বালম্বি ভাবেও হাতের চার আঙুল দিয়ে এই পরীক্ষাটি করতে পারেন।
৩. দুই ব্রেস্ট এর মাঝখানেও চার আঙুল দিয়ে এই পরীক্ষা গুলো করতে হবে। এরপর নিপল চেপে দেখতে হবে রক্ত বা পুঁজ জাতীয় কিছু নির্গত হয় কিনা। এ ধরনের কিছু নির্গত হলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ আপনাকে সতর্ক করে দিতে চায় যে ব্রেস্ট ক্যান্সারের যে কোন লক্ষণ দেখা মাত্রই দ্রুত পরবর্তী পরীক্ষা গুলো করিয়ে নিতে হবে এবং উপযুক্ত ট্রিটমেন্ট শুরু করতে হবে। মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শুরু করা গেলে সম্পূর্ণ ভাল হবার সম্ভাবনা থাকে।
scrollTop