হোম>
ক্যান্সার ডায়াগনোসিস>
প্রস্টেট ক্যান্সার নির্নয়>

প্রস্টেট ক্যান্সার নির্নয়

  প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক অবস্থায় রোগের খুব বেশি উপসর্গ দেখা যায়না। অনেক রোগীই রোগ নির্নয়ে দেরী করেন বা সঠিক সময়ে রোগ নির্নয়ে অক্ষম হন। যখন তারা হসপিটালে ভর্তি হন ততক্ষণে সুচিকিৎসা গ্রহনে অনেক দেরী করে ফেলেন। এজন্যই সঠিক সময়ে রোগ নির্নয় এবং চিকিৎসা গ্রহন করা অত্যাবশ্যক।
  

  প্রস্টেট ক্যান্সার নির্নয় ব্যবস্থাঃ

  
  ১। প্রস্টেট এন্টিজেন নির্নয়ঃ প্রস্টেটের নির্দিষ্ট এন্টিজেনগুলো নির্দিষ্ট এন্টিজেনে অবস্থান করে। রক্ত পরীক্ষণের মাধ্যমে এন্টিজেন পরীক্ষণ করা যায়। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত রোগীদের পি এস এ এর মান স্বাভাবিক মানুষের থেকে অনেকি বেশী থাকে।
  
  ২। রেক্টাল টাচঃ প্রস্টেটে হার্ড নুডলস আছে কিনা এর মাধ্যমে তা সনাক্ত করা হয় কিন্তু প্রাথমিক অবস্থায় এটি সনাক্তকরণ সম্ভব হয়না।
  
  ৩। বায়োপ্সিঃ অতিমাত্রার পি এস এ সমৃদ্ধ নুডলস নির্নয় করা হয় এর মাধ্যমে। সূচের মাধ্যমে টিউমার থেকে  টিস্যু নিয়ে তা আলট্রা সাউন্ডের মাধ্যমে পরীক্ষণ করা হয় এ পদ্ধতিতে।
  
  ৪। বি- আলট্রাসাউন্ড, সি টি এবং এম আর আইঃ প্রস্টেটের আশেপাশে লিম্ফাটিক মেটাস্টাসিস আছে কিনা তা নির্নয়ের জন্য এই ধাপগুলি অনুসরণ করা হয়।
  
  ৫। শরীরে রেডিও একটিভ নিউক্লিড বোন স্ক্যানঃ হাড়ের মেটাস্টাসিস নির্নয়ে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়।
scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত