লিউকেমিয়া নির্ণয় পরীক্ষা
১.ব্লাড রুটিন এক্সামিনেশনঃ হাতের আঙুল বা কানের লতি থেকে রক্ত নিয়ে রক্তের শ্বেত,লোহিত কণিকা ও অনুচক্রিকা পরীক্ষা করা হয়।সাধারণত পেরিফেরাল ব্লাড এ জুভেনাইল ব্লাড সেল দেখা যায় না কিন্তু লিউকেমিয়া হলে সেক্ষেত্রে ব্লাড রুটিন টেস্ট এ রক্তে অপূর্ণাঙ্গ জুভেনাইল ব্লাড সেল দেখা যায়।
২. অস্থিমজ্জার রুটিন এক্সামিনেশনঃ লিউকেমিয়া হতে পারে বলে সন্দেহ হলে অসস্থিমজ্জার কোষ পরীক্ষার জন্য বোন ম্যারো পাঙ্কচার টেস্ট করতে হবে। সাধারণত অস্থিমজ্জা বা বোন ম্যারোতে ৫% জুভেনাইল সেল থাকে তবে কারো লিউকেমিয়া হলে তার অস্থিমজার জুভেনাইল সেল্ ৩০% বা তারও বেশী বেড়ে যায় এবং শিশুদের ক্ষেত্রে এই সেল বেড়ে ৮০%-১০০% পর্যন্ত হতে পারে।
লিউকেমিয়া সনাক্ত করার জন্য বোন ম্যারো টেস্ট অনেক বেশী গুরুত্বপূর্ণ। লিউকেমিয়ার বাহ্যিক লক্ষণ গুলোর সাথে বোন ম্যারো টেস্টে কারো জুভেনাইল সেল বেশী ধরা পড়লে সেক্ষেত্রে খুব সহজেই লিউকেমিয়া সনাক্ত করা যায়। ধরনভেদে লিউকেমিয়ার ট্রিটমেন্টও আলাদা হয়। সে কারনে লিউকেমিয়া সনাক্ত হবার পর এর ধরণ সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছু টেস্টের প্রয়োজন হয়।
১. ইমিউন টাইপিং এক্সামিনেশনঃ এই পরীক্ষাটি করার জন্য অস্থিমজ্জা থেকে ২ এম.এল. সেল নেওয়া হয়।
২. সাইটোজেনেটিক এক্সামিনেশনঃ এই টেস্টের জন্যও বোন ম্যারো থেকে ২ এম.এল. সেল নেওয়া হয় এবং লিউকেমিয়ার উপাদান ও ক্রোমোসোম পরীক্ষা করা হয়। ক্রোমোসোম ডিসঅর্ডার পরিলক্ষিত হলে লিউকেমিয়া আছে বলে ধরে নেওয়া হয়।
৩. মস্তিষ্ক এবং স্পাইনাল সিস্টেম এ লিউকেমিয়া সেল প্রবেশ করেছে কিনা তা পরীক্ষার জন্য কটিদেশীয় স্পাইনাল ক্যানাল থেকে সামান্য সেরেব্রস্পাইনাল তরল নিয়ে পরীক্ষা করা হয়। যদি প্রবেশ করে তাকে মেডিকেল এর ভাষায় বলা হয় “লিউকেমিয়া অব লোকাল নার্ভাস সিস্টেম”।
উপরে উল্লেখিত পরীক্ষা গুলো ছাড়াও আরও কিছু পরীক্ষা যেমন এক্সরে এক্সামিনেশন (চেস্ট এক্সরে, স্কাল এক্সরে, বোন এক্সরে ইত্যাদি), ই.সি.জি, লিভার ও প্লীহার আলট্রাসনিক এক্সামিনেশন, ব্লাড বায়োকেমিস্ট্রি, ইমিউন ফাঙ্কশনের পরীক্ষা ইত্যাদি করার দরকার হতে পারে। এই পরীক্ষাগুলোর সাহায্যে জানা যায় যে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ গুলো স্বাভাবিক ভাবে কাজ করছে কিনা এবং সেখানে লিউকেমিয়ার সেল অনুপ্রবেশ করেছে কিনা। যদি প্রবেশ করে সেক্ষেত্রে পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান প্রনয়নের জন্যও এই পরীক্ষাগুলো সাহায্য করে।
scrollTop