হোম>
তথ্য ও খবর>
আধুনিকতা ও প্রগতিশীলতা>

-১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়?

  

      -১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়?

  এখন পর্যন্ত পৃথিবীতে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে দক্ষিণ মেরুতে – ৮৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এইরকম কম তাপমাত্রায় লোহাও বরফের মত ভঙ্গুর হয়ে যায়। তাহলে -১৬৫ ডিগ্রি তাপমাত্রায় কি হবে, যা কিনা ৮৯.৬ এর থেকে প্রায় ২গুণ কম? এইরকম কম তাপমাত্রায় টিউমারের মধ্যে বাতাস প্রবেশ করালে কি হবে?

  ২২শে সেপ্টেম্বর ২০১২ সকাল ১০টায় ক্রায়োথেরাপি নামে ক্যান্সারের একটি চিকিৎসা মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংঝু এর ১০ম তলার অপারেশন রুমে অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও সম্প্রচারের মাধ্যমে একই তলার সেমিনার রুমে সরাসরি দেখানো হয়। বাংলাদেশের মিডিয়া প্রতিনিধিদল সম্পূর্ণ প্রক্রিয়াটি সরাসরি দেখেন যে কত কমভাবে ক্যান্সারের চিকিৎসা সম্ভব।

  ক্রায়োথেরাপির যে চিকিৎসা চলছিল তাতে কাজ ছিলো -১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোগির ক্যান্সার কোষের মধ্যে বায়ু প্রবেশ করানো। এত কম তাপমাত্রায় টিউমারের কি হবে?

  ভিডিওর মাধ্যমে দেখা গেলো যে ডাক্তাররা রোগীর আক্রান্ত কোষের অংশকে জীবাণুমুক্ত করে ফেললেন। সবাই পরবর্তী অংশ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। সবার স্নায়বিক অবস্থা বুঝতে পেরে ডঃ পেং সবার মাঝে ক্রায়োথেরাপি নিয়ে আলোচনা করতে লাগলেন। ক্রায়োথেরাপি হল টিউমারের একধরনের চিকিৎসা যা সম্পূর্ণভাবে দেখাশোনা, সঠিকভাবে স্থাপন এবং দ্রুত ঠান্ডাকরণের মাধ্যমে হয়ে থাকে। বারংবার খুব অল্প সময়ের মধ্যে ঠান্ডা এবং সাধারণ তাপমাত্রা সৃষ্টি করে টিউমার কোষকে জমাট বাধানো হয় এবং পরবর্তীতে তা ধ্বংস করা হয়।

  যাদুকর ক্রায়োথেরাপি অবলোকন করা

  ভিডিওর মাধ্যমে আমরা দেখি যে, অজ্ঞান করার পর ডাক্তার সিটি স্ক্যানের মাধ্যমে সুই সন্নিবেশ করার জন্য বিন্দু, কোণ এবং গভীরতার সেটিং ঠিক করতে ছিলেন। একটি সূক্ষ্ম এবং দীর্ঘ স্টেইনলেস স্টীল সুই-টিউব লক্ষ্য যায়গায় সেট করলেন এবং এটার সন্নিবেশন কোণ ঠিক করলেন কম্পিউটারে উপস্থিত তারিখের মাধ্যমে। এই সমস্ত ঠিক করার পর, ক্রায়োথেরাপির বুশিং ধীরে ধীরে সুই নল দিয়ে টিউমারের মধ্যে ঢোকানো হচ্ছিলো।

  এরপর ডাক্তার ক্রায়োথেরাপি শুরু করলেন এবং ডঃ পেং ব্যাখ্যা করলেন যে আর্গন গ্যাস ১০ সেকেন্ডের মধ্যে তাপমাত্রা -১৬৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিয়ে আসবে। সাংবাদিকরা স্পষ্টভাবে দেখলেন যে বরফের বল তৈরি হতে শুরু করেছে এবং আর্গন গ্যাসের দ্রুত ঠাণ্ডা হওয়ার মাধ্যমে তা একটু পরে টিউমারকে ঢেকে দিল।

  ছবি তোলা এবং ভিডিও করার সময় সাংবাদিকরা ডঃ পেং এর সাথে কথা বলছিলেন এবং তাদের একজন জিজ্ঞাসা করলেন, “ সাধারণত অপারেশন করার সময় রক্ত বের হয়, কিন্তু এখানে কেনো তা দেখলাম না?” ডঃ পেং বললেন যে ক্রায়োথেরাপি আসলে কোনো অপারেশন না, এটা আসলে ন্যূনতমরূপে আক্রমণকারী চিকিৎসা যা ছোট ট্রমা এবং অল্প রক্তপাতের সুবিধা কাজে লাগিয়ে করা হয়।

  ১৫-২০ মিনিট পর ডঃ পেং বললেন যে হিলিয়াম গ্যাস ইঞ্জেক্ট করলে তাপমাত্রা খুব তারাতারি ২০-৪০ ডিগ্রি সেলসিয়াস এ উঠে যাবে। তারপর আবার ঠাণ্ডা করা হবে। তার মানে, এই পদ্ধতিতে ২বার ঠাণ্ডা ও ১বার গরম করা হয়।

  পুরো সময় জুড়ে রোগী কোনোরকম সমস্যা ছাড়াই খুবই শান্ত এবং রিল্যাক্স ছিলেন। তার রক্তচাপ, পালস এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিলো। প্রত্যেক সাংবাদিক এই চিকিৎসার গুণকীর্তন করলেন। “ ইহা আসলেই আমার জন্য খুবই আনন্দের যে জীবনে প্রথম সামনাসামনি অপারেশন দেখলাম এবং ক্রায়োথেরাপি আসলেই আশ্চর্যজনক।

  সিটি স্ক্যান নির্দেশ করলো যে টিউমারের পাশ আগেই জমাট বেধে গেছিলো। ইহা ঠান্ডাকরণের ২ সাইকেল পরে পরিষ্কার করা হয়। ডাক্তার এরপরে সুই বের করে আনলেন এবং অপারেশন সফলভাবে সম্পন্ন হল।

  ৬ ঘন্টা শুয়ে থাকার পর রোগী বিছানা থেকে উঠতে পারবেন, ডঃ পেং বললেন।

  সাংবাদিকদের ইন্টারভিউ এর সময় ডঃ পেং বললেন, ক্রায়োথেরাপি বিস্তৃতভাবে প্রয়োগ করা যায়। ইহা সঠিকভাবে স্থাপন, কম ব্যাথা এবং ইমিউনোরেগুলেশনের সুবিধা দেয় যা টিউমারের সর্বশেষ সবুজ চিকিৎসা। যেহেতু ইহা পুরোপুরি মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংঝু তে করা হয়, ইহা চিকিৎসা প্রভাব কে উন্নত করে, রোগীর জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং তার আয়ু বাড়ায়।

scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত