হু ইং: মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝো-এর ওনকোলজি কেন্দ্রের অ্যাটেন্ডিং চিকিৎসক, ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালে উহান তংজি মেডিকেল কলেজ, হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন । ১০ বছর ধরে ওনকোলজি ক্লিনিকাল কাজের সাথে জড়িত হু ইং রেডিওথেরাপি, কেমোথেরাপি, লক্ষ্যবস্তু থেরাপি এবং সম্মিলিত ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ । তিনি ইন্টারভেনশনাল থেরাপি, আয়োডিন সীড ইমপ্ল্যানটেশন, Ar-He ক্রিপ্টোথেরাপি, রেডিওফ্রিকুয়েন্সি অপসারণ এবং মিনিমালি ইনেসিভ-এর ক্ষেত্রে বিশেষভাবে ভালো ।
আমার নীতি রোগীদের ছেড়ে দিতে হয় না
হু ইং সদা হাস্যোজ্জ্বল একজন ডাক্তার ।তার আবেগ এবং ঝরঝরে ব্যক্তিত্ব একটি ম্যাজিক অস্ত্র যা রোগীদের জীবনে বিশ্বাস পুনরায় ফিরে পেতে সাহায্য করে । "আমি অনেক ব্যক্তিদের সঙ্গে সহজেই মিশতে পারি, কারণ আমি কি আমি হারিয়েছি তা নিয়ে মাথা ঘামাই না । কিন্তু একজন ডাক্তার হিসাবে, আমি আমার নিজস্ব নীতি মেনে চলি, যে কোন পরিস্থিতিতে রোগীদের ছেড়ে দেয়া চলবে না", দৃঢ় এবং আক্রমনাত্মক কন্ঠে বলেন ডঃ হু । তিনি তার জীবনে অধ্যবসায় দ্বারা অনেক ক্যান্সার রোগীদের 'জীবন বাঁচান । তিনি তাদের খারাপ অবস্থা নিয়ন্ত্রণ করতে এবং একটি ভাল জীবন অনুসৃত করতে সাহায্য করেছেন । ডঃ হু বলেন, "যতক্ষন একটি আশার আভাস আছে,ততক্ষন আমরা হাল ছাড়তে পারিনা।যদি ডাক্তাররা হাল ছেড়ে দেয়,তাহলে রোগী তার রোগের বিরুদ্ধে সংগ্রামে বিশ্বাস হারাবে। অন্যান্য স্বল্পমেয়াদী রোগ থেকে ক্যান্সার অনেকটাই আলাদা ।ক্যান্সার রোগিদের ধীর ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সহ্য করতে হয় ।তাই তাদের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ একটি কঠিন কাজ ।” রোগীর অবস্থা যেরকমই হোক না কেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ডঃ হু ইং তাদের অবস্থার দেখাশোনা করেন যাতে সেরা চিকিৎসা পরিকল্পনা তৈরী করা যায় ।ক্যান্সার চিকিৎসার অনেক বছরের অভিজ্ঞতায় ডঃ হু ইং আয়োডিন সীড ইমপ্ল্যান্টেশন,ক্রায়োথেরাপি,রেডিওফ্রিকুয়েন্সি,অপসারণ এবং অন্যান্য মিনিমালি ইনেসিভ থেরাপিতে এখন ওস্তাদ ।তিনি সফলভাবে অনেক ক্যান্সার রোগীর চিকিৎসা করেছেন যার মধ্যে স্তন ক্যান্সার ও ফুসফুস ক্যান্সারের রোগী সঙ্খ্যাগরিষ্ঠ ।
রোগীদের প্রয়োজনের খুঁটিনাটি সম্বন্ধে জানা
"ক্যান্সার রোগীর চাহিদা সম্বন্ধে জানা খুব গুরুত্বপূর্ণ । আমি প্রায়ই রোগীর দৃষ্টিকোণ থেকে দেখে চিন্তা করি রোগী ডাক্তারদের থেকে কি ধরনের যত্ন ও সমর্থন চাচ্ছে ।" ডঃ হু ইং সর্বদা রোগীদের অবস্থানে নিজেকে রেখে রোগীদের সত্যিকার অনুভূতি ও চাহিদা অনুসন্ধান করেন যা তাকে অনেক রোগীর হৃদয়গ্রাহী কৃতজ্ঞতা অর্জনে সাহায্য করেছে । ২০১১সালের জুলাই মাসে, ইন্দোনেশিয়া থেকে মিসেস উ মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝো-তে আসেন চিকিৎসার জন্য । ২০০১১ সালের এপ্রিলে মিসেস উ তার বুকে একটি পিন্ড আবিষ্কার করেন এবং সেখানকার হাসপাতাল এটিকে রাইট ব্রেস্ট ডাকটাল সার্কিনোমা হিসেবে চিহ্নিত করে । ডাক্তার তাকে রিসেকশন অপারেশন করতে বলেন, কিন্তু সৌন্দর্য বন্দনা এবং অপারেশনের আঘাতের ভয়ে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন । মিসেস উ মডার্ন ক্যান্সার হাসপাতালে আসার পরে তার নিজের মনের কথাগুলো বলেন ।তারপর ডঃ হু ইং তার জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরী করেন এবং মিনিমালি ইনেসিভ ট্রিটমেন্ট এর সব প্রকার ও উপকার এবং এর ফলাফল সম্বন্ধে বিস্তারিত জানান ।মিসেস উ এর সম্মতির পর ডঃহু ইং তৎক্ষনাৎ চিকিৎসা পরিকল্পনা প্রনয়ন করেনঃ ৬টি ইন্টারভেনশনাল অপারেশন,৩টি Ar-He ক্রায়োথেরাপি এবং রেডিওথেরাপি যেগুলো সম্মিলিতভাবে বুক ও বগলের অবস্থা বুঝে দেয়া হয় ।চিকিৎসার পর দেখা যায় মিসেস উ এর বুকের পিন্ড পুরোপুরি গায়েব হয়ে গেছে,তার ঘুম,ক্ষুধা স্বাভাবিক হয়ে উঠেছে ।যেহেতু এই চিকিৎসায় তার বুকে খুব একটা ব্যাথা অনুভব হয়নি,তাই মিসেস উ ডঃহু এবং তাকে সাহায্যকারি সবার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন ।চিকিৎসার পর পুনর্বাসনের সময় তিনি ছিলেন খুবই আত্নবিশ্বাসী ।
মিসেস উ (ডানে থেকে দ্বিতীয়) এবং ডঃ হু ইং ডান থেকে (তৃতীয়)