হোম>
তথ্য ও খবর>
বিশেষজ্ঞ দল>

একজন প্রতিভাধর ডাক্তার, মেই মিয়াও

      রোগীদের জনপ্রিয় একজন ডাক্তার

  জিশোউ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুল থেকে স্নাতক এবং এখন মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংঝো-এর ওনকোলজীর ডাক্তার, ডঃ মেই মিয়াও ১০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল ক্লিনিকে কর্মরত এবং ক্যান্সারের বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত । একজন ওনকোলজীক ডাক্তার হিসেবে তিনি রোগীদের সমস্যা ভালোভাবে বুঝতে পারেন ।তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল রোগীদের ব্যথা হতে মুক্তি দেয়া এবং উন্নত মেডিকেল প্রযুক্তির মাধ্যমে রোগীদের আরোগ্য করা ।সেই সূত্রে তিনি ডাক্তার হওয়ার পর থেকেই ওনকোলজী সম্বন্ধীয় জ্ঞানের খোঁজ করেন এবং ক্লিনিকাল রিসার্চ করেন ।ক্যান্সার নিরাময়ের সাধারন পদ্ধতি, যেমন সার্জারি,রেডিওথেরাপি,কেমোথেরাপি থেকে শুরু করে উন্নত মিনিমালি ইনেসিভ প্রযুক্তি ইত্যাদি সব মেডিকেল উন্নতি জনাব মেই নিজের চোখে দেখেছেন ।একই সাথে তিনি যকৃত ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, ব্রেইন টিউমারের পরীক্ষা ও চিকিৎসা সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তিনি স্তন ক্যান্সার এর চিকিৎসায় বিশেষ পারঙ্গম যেটায় তিনি রোগীর অবস্থা দেখে চিকিৎসা পরিকল্পনা করতে পারেন ।

  সমৃদ্ধ অভিজ্ঞতার দ্বারা ডঃ মেই অনেক রোগীকে ক্যান্সারের ব্যথা থেকে উপশম দিয়েছেন এবং রোগীদের নিকট থেকে ভাল মন্তব্য পেয়েছেন।তার অনেক রোগীর মধ্যে মিসেস শিঝং একজন ।

  ঝউ শিঝং ভিয়েতনাম থেকে আসা ৫৮ বছর বয়সী ১জন রোগী । তিনি স্তনের বোঁটায় ক্রিজসহ পুরো বুকে ব্যথা অনুভব করেন যার সাথে হলুদ রঙ এর তরলও নির্গত হত ।সেখানে তার স্তন ক্যান্সার সনাক্ত করা হয় ।আরো ভাল চিকিৎসার আশায় মিসেস ঝউ শিঝং তার পরিবারের সাথে মডার্ন ক্যান্সার হাসপাতালে আসেন । তার ডায়াগনোসিস এর পর স্তন ক্যান্সারের মেটাস্টেজ ধরা পড়ে ।

  এরকম রোগী ডঃ মেই এর কাছে নতুন নয়, তাই তিনি রোগীর অবস্থা বুঝে চিকিৎসা পরিকল্পনা তৈরী করলেন ।ইন্টারভেনশনাল থেরাপি ও বায়োলজিকাল ইমিউনোথেরাপি দিয়ে রোগীর অবস্থা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, তার টিউমারের আকারও কমে গিয়েছিল । ২০১২ সাল পর্যন্ত মিসেস ঝউ পরবর্তী চিকিৎসার জন্য ৯বার এই হাসপাতালে এসেছিলেন ।তার বুক ও ফুসফুসের টিউমার উল্লেখজনকহারে সংকুচিত হয়েছে ,যেখানে সবচেয়ে বড় টিউমারটি ছিল ১টি ডিমাকৃতির তা এখন ১টি সয়াবিনের সমান হয়ে গেছে ।যখন তার অবস্থা নিয়ন্ত্রণ করা গেল তখন থেকে তার আবেগও উন্নত হয়েছে । তিনি ফিরে যাওয়ার পর একটি স্বাভাবিক জীবন যাপন করছেন এবং ভিয়েতনামের পত্রিকাগুলোতে ডঃ মেই এর অনেক সুনাম করেছেন ।

  অনেক গুণে গুণান্বিত একজন মেধাবী

  তিনি খুব ভালো একজন ডাক্তার,কিন্তু কাজ ছাড়াও তিনি অনেক গুণাবলির অধিকারী ।

  ডঃমেই এর কন্ঠ অনেক সুন্দর ।তিনি হাসপাতালের সেরা ১০ গায়কের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তার রোগীরা তার উদ্দেশ্যে ১টি ভক্তদল গঠন করে এসেছিল তাকে উৎসাহ দেয়ার জন্য ।শেষমেষ তিনি লিয়াং শ্যানবো এবং ঝু ইংতাই, ঠু হার্ড ট টার্নড ব্যাক, হাউ টু আটার লাভ ইত্যাদি ক্লাসিক্যাল পপ গেয়ে প্রতিযোগিতায় জয়লাভ করেন ।

  এছাড়াও ডঃ মেই তার ১৭৫ সে.মি. উচ্চতার কারণে হাসপাতাল বাস্কেটবল টিমেরও ক্যাপ্টেন । ডঃ মেই মনে করেন যে শারিরীক পরিশ্রম শুধু তাকে কাজের চাপ থেকে মুক্তিই দেয়না, তার শারিরীক প্রতিরোধও বৃদ্ধি করে । তিনি এ ধারনা তার রোগীদের মাঝেও ছড়িয়ে দেন এবং তাদের বলেন যে ক্যান্সার চিকিৎসা একটি ব্যাপক প্রক্রিয়া, যথাযথ ব্যায়াম একজন রোগীকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে ।

  এই মেধাবী ডাক্তার তার রোগীদের অনেক পছন্দের এবং বিশ্বাসযোগ্য । তার চাকরী সম্বন্ধে তিনি বলেন “জীবন বাঁচানো একটি মহৎ কাজ । আমি আমার রোগীদের ব্যথা বুঝতে পারি আর তাদের জীবন দীর্ঘায়িত করার আপ্রাণ চেষ্টা করি”

scrollTop

কান্সারের ধরণ

গর্ভাশয়ের ক্যান্সার
পাকস্থলীর ক্যান্সার
বাকযন্ত্রের কান্সার
খাদ্যনালীর ক্যান্সার
পাকস্থলির ক্যান্সার
মস্তিস্কের ক্যান্সার
লিভার কান্সার
হাড়ের ক্যান্সার
স্কীন ক্যান্সার
যোনি ক্যান্সার
পিত্তকোষ
প্রোস্টেট ক্যান্সার
লিম্ফোমা
অগ্ন্যাশয় ক্যান্সার
এন্ডওমেটরিয়াল ক্যান্সার
থাইরয়েড ক্যান্সার
পিত্তনালীর ক্যান্সার
মুখের ক্যান্সার
কিডনি ক্যান্সার
একাধিক মেলোমা
জিহ্বা ক্যান্সার
মূত্রাশয় ক্যান্সার
ডিউড্রেনাল ক্যান্সার
সফট টিস্যু ক্যান্সার
অ্যাড্রেনাল ক্যান্সার
Nasopharyngeal ক্যান্সার
testicular ক্যান্সার
লিউকেমিয়া
মলদ্বারে ক্যান্সার
চোখের কান্সার
মলাশয় ক্যান্সার
ফুসফুস কান্সার

প্রযুক্তি ও যন্ত্রপাতি
জাদুকরী স্টিম সেল
গ্রীন কেমোথেরাপি-ক্যান্সার চিকিৎসায় এক অনন্য সংযোজন
পেট/সিটিঃ চিত্রের সাহায্যে কোষের বিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণের একটি প্রযুক্তি যার মাধ্যমে
টার্গেটেড জীন থেরাপিঃ ক্যান্সার নিরাময়ের একটি নতুন চিকিৎসা
ফোটন নাইফ : ত্রিমাত্রিক কনফর্মাল রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা ------ একাধিক ক্ষেত্র প্রযোজ্য, একত

খবর ও ঘটনা
ব্যক্তিগত প্রোফাইল
  বোয়াই অ্যান্টিক্যান্সার ক্লাব সদস্য সম্মেলন মডার্ণ ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ থেকে সফল ভাবে চিকিৎসা নিয়ে আসা রোগীদের সম্মেলন
চট্টগ্রামে মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
ক্যান্সার চিকিৎসায় নতুন আশা মিনিম্যালি ইনভ্যাসিভ টার্গেটেড ক্যান্সার থেরাপি প্রযুক্তি সেমিনার
চট্টগ্রামে চায়না এমডিটি বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত